ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

বলিউডের সেরা ৫ পরিচালকের গল্প... 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ২৯ জানুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

একটি ছবির মা-বাবা কিন্তু একজন পরিচালককে চাইলেই বলা যায়। কারণ একজন বাবা ভালো করে জানেন তার সন্তানকে কীভাবে বড় করবে। একইভাবে একজন মা-ও কিন্তু তাই। 

সিনেমার ক্ষেত্রেও একজন পরিচালক ওই ধরণের ভূমিকা রাখে। সে চাইলে একটি ছবিকে আকর্ষণীয় করে তুলতে পারে আবার ধ্বংস করেও দিতে পারে।

মূলত একটি ছবির ব্যার্থতা ও সফলতা অনেকটাই তার পরিচালনার ওপর নির্ভরশীল। তবে এর জন্য একজন পরিচালককে হতে হয় বিভিন্ন বিষয়ের ওপর দক্ষ। দৃশ্যকল্প, চিত্রনাট্য, সংগীত, সিনেমাটোগ্রাফি, এডিটিং, অভিনয়জ্ঞানসহ বিভিন্ন চলচ্চিত্রের খুঁটিনাটি সম্পর্কে তার স্বচ্ছ ধারনা থাকার দরকার হয়। 

পরিচালক মানে এই নয় যে, সে শুধু দেখিয়ে দিবে। অ্যাকশন, কাট বলবে। পরিচালককে একটি ভালো এবং সফল ছবি নির্মাণের জন্য সব ধরণের গুণাবলী থাকার দরকার হয়।

তবে এসব দক্ষতাকে কাজে লাগাতে পারে না অনেকেই। কারো পরিচালনা ভালো তবে সেই অভিনয়, এডিটিং ইত্যাদি জানে না। সে ক্ষেত্রে সফল হওয়া তার পক্ষে অনেকটা কঠিন হয়ে যায়। তবে আজ বিফল পরিচালকদের নিয়ে বলতে চায় না। আজ এমন কিছু সফল পরিচালকদের কথা জানাতে চায়, যারা মেধাকে কাজে লাগিয়ে সফল হয়েছেন বলিউডে।

এমনই পাঁচজন পরিচালকের গল্প আজ পাঠকদের জন্য আলোচনা করবো। চলুন জানা যাক কারা এরা?

রাজকুমার হিরানি:

বলিউডের একজন মেধাবী পরিচালক রাজকুমার হিরানি। তিনি এক সময় বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতেন। বেশকিছু জনপ্রিয় বিজ্ঞাপনে তাকে অভিনয়ও করতে দেখা গেছে। খুব বেছে বেছে কাজ করা এই পরিচালক এখনো পর্যন্ত মাত্র ৫টি ছবি নির্মাণ করেছেন। সবগুলো ছবিই ব্যবসাসফল।

তার সর্বশেষ পরিচালিত ছবি ‘সঞ্জু’। যা অনায়াসে তার ক্যারিয়ারের সেরা ছবি বলা যেতে পারে। ভারতের বক্স অফিসে ছবিটি ৩৪১ কোটি ৪২ লাখ রুপি আয় করেছে। আর তার পরিচালনার অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘মুন্না ভাই এম বি বি এস’, ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘থ্রী ইডিয়টস’, ‘পিকে’ প্রভৃতি।

মোহিত সুরি:

মোহিত সুরি। বলিউডের অন্যতম সফল এই পরিচালকেরও বেশীরভাগ ছবি ব্যবসাসফল। তিনি দীর্ঘদিন কাজ করেছেন পরিচালক বিক্রম ভাটের সহকারী হিসেবে। তবে ২০০৫ সালে নিজেই পরিচালনা করেন ‘জেহের’, যা ব্যাপক ব্যবসায়িক সফলতা লাভ করে। এরপর একে একে তিনি ‘কলিযুগ’, ‘আওয়ারাপান’, ‘ও লামহে’, ‘এক ভিলেন’, ‘মার্ডার ২’, ‘আশিকি ২’, ‘হামারি আধুরি কাহানি’র মতো ব্যবসাসফল ও জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন।

করন জোহর:

করন জোহর। বলিউডের নামীদামী পরিচালক-প্রযোজকদের মধ্যে একজন তিনি। করণ জোহর ছোটবেলা থেকেই চলচ্চিত্রের পরিবেশে বেড়ে উঠেছেন। তার বাবা জশ জোহর ছিলেন প্রযোজক এবং প্রযোজনা সংস্থা ধর্ম প্রডাকশনের প্রতিষ্ঠাতা। সে হিসেবে ছোটবেলা থেকেই চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ের ওপর দখল রয়েছে করণের। ক্যারিয়ারে অনেক সফলতাও পেয়েছেন তিনি। তিনি এই পর্যন্ত ব্যার্থতার মুখ দেখেননি।

করণ জোহরের ছবির বক্স অফিস বিশ্লেষণ করলে দেখা যায়- ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আল বিদা না কেহনা’, ‘মাই নেইম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সবগুলো ছবিই দর্শকপ্রিয়তার পাশপাশি পেয়েছে ব্যবসায়িক সফলতা।

কবির খান:

বলিউডের আরেক জনপ্রিয় পরিচালক কবির খান। ‘ডিসকভারি’ চ্যানেলের সিনেমাটগ্রাফার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর ১৯৯৯ সালে ‘দ্য ফরগটেন আর্মি ‘ নামের একটি ডকুমেন্টারি ছবির মাধ্যমে এই পরিচালক চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০০৬ সালে নির্মাণ করেন পূর্ণদৈর্ঘ্য ছবি ‘কাবুল এক্সপ্রেস’, যা তাকে ব্যাপক সফলতা এনে দেয়। পরে একে একে পরিচালনা করেন ‘নিউ ইয়র্ক’, ‘এক থা টাইগার’, ‘প্যান্থম’ ও ‘বাজরাঙ্গি ভাইজান’-এর মত সফল ছবি। সবগুলো ছবিতেই তিনি পরিচালনার পাশপাশি চিত্রনাট্যও লিখেছেন। বস্তুত বলা যায়, সিনেমার নানা বিষয়ে পারদর্শী এই পরিচালক।

রোহিত শেঠি:

বলিউড পরিচালক রোহিত শেঠি। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় ও ব্যবসাসফল পরিচালক। তাকে দর্শক আজকাল ‘১০০ কোটি’ বললেও চিনে নেয়। একসময় বিজ্ঞাপনী সংস্থায় কাজ করা রোহিতের রয়েছে চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ের ওপর অগাধ জ্ঞান। তবে তার বেশিরভাগ চলচ্চিত্রে তিনি বেছে নিয়েছেন কমেডি ও অ্যাকশন ধাঁচের ছবি। এই ধারায় তিনি ঈর্ষনীয় সফলতাও পেয়েছেন।

২০১০ সাল থেকে তিনি নির্মাণের সঙ্গে জড়িত। তার নির্মিত সবগুলো ছবি শতকোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে, যা বলিউডের ইতিহাসে এক বিরল রেকর্ড। ২০১০ সালে ‘গোলমাল ৩’ ভারতের বক্স অফিসে ১০৬ কোটি রুপি আয় করে। এরপর ‘সিংহাম’ ১০০ কোটি ৩০ লাখ, ‘বল বচ্চন’ ১০২ কোটি ৯৪ লাখ, ‘চেন্নাই এক্সপ্রেস’ ২২৭ কোটি ১৩ লাখ, ‘সিংহাম রিটার্ন্স’ ১৪০ কোটি ৬২ লাখ, ‘দিলওয়ালে’ ১৪৮ কোটি ৭২ লাখ, ‘গোলমাল অ্যাগেইন’ ২০৫ কোটি ৬৯ লাখ এবং সর্বশেষ মুক্তি পাওয়া ‘সিম্বা’ এ পর্যন্ত শুধু ভারতেই ২৩০ কোটি রুপি আয় করেছে।

এছাড়া এই পরিচালককে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খার্টন কা খিলাড়ি’ ও ‘কমেডি সার্কাস’ উপস্থাপনা করতেও দেখা গেছে।

নিউজওয়ান২৪/আ.রাফি